আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১০৭৭
৪৯৫. অনুচ্ছেদঃ ঘরে উঁকি মারিলে চোখ ফুটো করে দেয়া হবে।
১০৭৭. হযরত আনাস (রাযিঃ) বলেন, একদা নবী করীম (ﷺ) নামাযে দণ্ডায়মান ছিলেন, এমন সময় এক ব্যক্তি আসিয়া তাঁহার ঘরে উঁকি দিল, তিনি তখন তাঁহার তৃণীর হইতে একটি তীর লইয়া তাহার চক্ষুদ্বয় বরাবর তাক করিলেন।
حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللهِ، عَنْ أَنَسٍ قَالَ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَائِمًا يُصَلِّي، فَاطَّلَعَ رَجُلٌ فِي بَيْتِهِ، فَأَخَذَ سَهْمًا مِنْ كِنَانَتِهِ، فَسَدَّدَ نَحْوَ عَيْنَيْهِ.
