আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১০৫৪
৪৭৯. মহিলার সালাম পুরুষকে
১০৫৪. মুবারক বলেন, আমি হযরত হাসানকে বলিতে শুনিয়াছি, (প্রাথমিক যুগে) মহিলাগণ পুরুষগণকে সালাম প্রদান করিতেন।
حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا مُبَارَكٌ قَالَ: سَمِعْتُ الْحَسَنَ يَقُولُ: كُنَّ النِّسَاءُ يُسَلِّمْنَ عَلَى الرِّجَالِ.
