আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১০৪২
৪৭৫- কিভাবে সালামের উত্তর দিবে?
১০৪২. আবু আব্দুল্লাহ্ (অর্থাৎ ইমাম বুখারী) বলেন, কলা বিবি বর্ণনা করিয়াছেন এক ব্যক্তি আসিয়া বলিলঃ আস্সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ্! জবাবে তিনি বলিলেনঃ ‘ওয়া আলাইকাস্ সালামু ওয়া রাহমাতুল্লাহ!’
قَالَ أَبُو عَبْدِ اللهِ: وَقَالَتْ قَيْلَةُ: قَالَ رَجُلٌ: السَّلاَمُ عَلَيْكَ يَا رَسُولَ اللهِ، قَالَ: وَعَلَيْكَ السَّلاَمُ وَرَحْمَةُ اللهِ.
