আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১০১২
৪৬০- যে ব্যক্তি ইশারায় সালাম দিলো।
১০১২. আলকামা ইব্ন মারসদ হযরত আতা ইব্ন আবু রাবাহর প্রমুখাৎ বর্ণনা করেন, পূর্ববর্তী যুগের বুযুর্গগণ হাত দ্বারা সালাম অপছন্দ করিতেন অথবা রাবী বলেন, তিনি (অর্থাৎ আতা ইব্ন আবু রাবাহ্) হাত দ্বারা সালাম করা অপছন্দ করিতেন।
حَدَّثَنَا خَلادٌ، قَالَ: حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ قَالَ: كَانُوا يَكْرَهُونَ التَّسْلِيمَ بِالْيَدِ، أَوْ قَالَ: كَانَ يَكْرَهُ التَّسْلِيمَ بِالْيَدِ.
