আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৭২৯
২০৯৫. নবী কারীম (ﷺ)- এর জামাতা সম্পর্কে বর্ণনা। আবুল আস ইবনে রাবী তাদের একজন
৩৪৬১ আবুল ইয়ামান (রাহঃ) .... মিসওয়ার ইবনে মাখরামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আবু জেহেলের কন্যাকে আলী (রাযিঃ) বিবাহের প্রস্তাব দিয়ে পাঠালেন। ফাতিমা (রাযিঃ) এই সংবাদ শুনতে পেরে রাসূলুল্লাহ (ﷺ)- এর খেদমতে এসে বলেলন, আপনার গোত্রের লোকজন মনে করে যে, আপনি আপনার মেয়েদের খাতিরে রাগান্বিত হন না। আলী তো আবু জেহেলের কন্যাকে বিবাহ করতে প্রস্তুত। রাসূলুল্লাহ (ﷺ) (এ কথা শুনে) খুতবা দিতে প্রস্তুত হলেন।
(মিসওয়ার (রাযিঃ) বলেন) যখন তিনি হামদ ও সানা পাঠ করেন, তখন আমি তাঁকে বলতে শুনেছি যে, আমি আবুল আস ইবনে রাবির নিকট আমার মেয়েকে শাদী দিয়েছিলাম। সে আমার সাথে যা বলেছে সত্যই বলেছে। আর (শোন) ফাতিমা আমার (স্নেহের) টুকরা; তাঁর কোন কষ্ট হোক তা আমি কখনও পছন্দ করি না। আল্লাহর কসম, আল্লাহর রাসূলের মেয়ে এবং আল্লাহর চরম দুশমনের মেয়ে একই ব্যক্তির কাছে একত্রিত হতে পারে না। (এ কথা শুনে) আলী (রাযিঃ) তাঁর বিবাহের প্রস্তাব প্রত্যাহার করলেন।
মুহাম্মাদ ইবনে আমর ইবনে হালহালা (রাহঃ) .... মিস্ওয়ার (রাযিঃ) থেকে অতিরিক্ত বর্ণনা করে বলেন, আমি নবী কারীম (ﷺ)- কে বনী আব্দে শামস গোত্রে তাঁর এক জামাতা সম্পর্কে অত্যন্ত প্রশংসা করতে শুনেছি। নবী কারীম (ﷺ) বলেন, সে আমাকে যা বলেছে- সত্য বলেছে। যা অঙ্গীকার করেছে- তা পূরণ করেছে।
(মিসওয়ার (রাযিঃ) বলেন) যখন তিনি হামদ ও সানা পাঠ করেন, তখন আমি তাঁকে বলতে শুনেছি যে, আমি আবুল আস ইবনে রাবির নিকট আমার মেয়েকে শাদী দিয়েছিলাম। সে আমার সাথে যা বলেছে সত্যই বলেছে। আর (শোন) ফাতিমা আমার (স্নেহের) টুকরা; তাঁর কোন কষ্ট হোক তা আমি কখনও পছন্দ করি না। আল্লাহর কসম, আল্লাহর রাসূলের মেয়ে এবং আল্লাহর চরম দুশমনের মেয়ে একই ব্যক্তির কাছে একত্রিত হতে পারে না। (এ কথা শুনে) আলী (রাযিঃ) তাঁর বিবাহের প্রস্তাব প্রত্যাহার করলেন।
মুহাম্মাদ ইবনে আমর ইবনে হালহালা (রাহঃ) .... মিস্ওয়ার (রাযিঃ) থেকে অতিরিক্ত বর্ণনা করে বলেন, আমি নবী কারীম (ﷺ)- কে বনী আব্দে শামস গোত্রে তাঁর এক জামাতা সম্পর্কে অত্যন্ত প্রশংসা করতে শুনেছি। নবী কারীম (ﷺ) বলেন, সে আমাকে যা বলেছে- সত্য বলেছে। যা অঙ্গীকার করেছে- তা পূরণ করেছে।


বর্ণনাকারী: