আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৯৮১
৪৪৫- হাতে চুমা দেয়া।
৯৮১. সাবিত হযরত আনাসকে বলিলেনঃ আপনি কি স্বহস্তে নবী করীম (ﷺ)-কে স্পর্শ করিয়াছেন? তিনি বলিলেনঃ হ্যাঁ। তখন তিনি তাঁহার হাত চুম্বন করিলেন।
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ جُدْعَانَ، قَالَ ثَابِتٌ لأَنَسٍ: أَمَسَسْتَ النَّبِيَّ صلى الله عليه وسلم بِيَدِكَ؟ قَالَ: نَعَمْ، فَقَبَّلَهَا.
