আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৭২৭
২০৯৪. সা‘দ ইবনে আবু ওয়াক্কাস যুহরীর (রাযিঃ) মর্যাদা।
৩৪৫৯। ইবরাহীম ইবনে মুসা (রাহঃ) .... সা‘দ ইবনে আবু ওয়াক্কাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, (আমার জানা মতে) যে দিন আমি ইসলাম গ্রহণ করি সেদিন (এর পূর্বে খাদীজা (রাযিঃ) ও আবু বকর (রাযিঃ) ব্যতীত) অন্য কেউ ইসলাম গ্রহণ করেনি। আমি সাতদিন এমনিভাবে অতিবাহিত করেছি যে, আমি ইসলাম গ্রহণে তৃতীয় ব্যক্তি ছিলাম।
আবু উসামা এবং হাশেম (রাহঃ) তার অনুসরণ করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন