আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৯৬৬
৪৩৫.অপর ভাইয়ের উরুতে থাপ্পড় মারিয়া কথা বলা যদি উদ্দেশ্য খারাপ না হয়
৯৬৬. হযরত জাবির (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) যখন জুনুবী হইতেন অর্থাৎ যখন গোসল তাঁহার উপর ফরয হইত, তখন তিন অঞ্জলি পানি তাঁহার মাথার উপর বহাইয়া দিতেন।
হাসান ইব্ন মুহাম্মাদ বলেন, হে আবু আব্দুল্লাহ্ ! আমার চুল যে অনেক বেশী ঘন, (তিন অঞ্জলিতে আমার চুল কি ভিজিবে) রাবী বলেনঃ ইহা শুনিয়া জাবির হাসানের উরুতে একটি থাপ্পড় মারিলেন এবং বলিলেন, ভ্রাতুষ্পুত্র, নবী করীম (ﷺ)-এর চুল তোমার চুলের চাইতেও বেশী ঘন ও সরস ছিল। (সুতরাং তাঁহার যদি তিন অঞ্জলিতে মাথা ভিজিতে পারে, তোমার না ভিজিবে কেন?)
হাসান ইব্ন মুহাম্মাদ বলেন, হে আবু আব্দুল্লাহ্ ! আমার চুল যে অনেক বেশী ঘন, (তিন অঞ্জলিতে আমার চুল কি ভিজিবে) রাবী বলেনঃ ইহা শুনিয়া জাবির হাসানের উরুতে একটি থাপ্পড় মারিলেন এবং বলিলেন, ভ্রাতুষ্পুত্র, নবী করীম (ﷺ)-এর চুল তোমার চুলের চাইতেও বেশী ঘন ও সরস ছিল। (সুতরাং তাঁহার যদি তিন অঞ্জলিতে মাথা ভিজিতে পারে, তোমার না ভিজিবে কেন?)
حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ: حَدَّثَنَا جَعْفَرٌ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ قَالَ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا كَانَ جُنُبًا، يَصُبُّ عَلَى رَأْسِهِ ثَلاَثَ حَفَنَاتٍ مِنْ مَاءٍ قَالَ الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ: أَبَا عَبْدِ اللهِ، إِنَّ شَعْرِي أَكْثَرُ مِنْ ذَاكَ، قَالَ: وَضَرَبَ بِيَدِهِ عَلَى فَخِذِ الْحَسَنِ فَقَالَ: يَا ابْنَ أَخِي، كَانَ شَعْرُ النَّبِيِّ صلى الله عليه وسلم أَكْثَرَ مِنْ شَعْرِكَ وَأَطْيَبَ.
