আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৯৬২
৪৩৪. বিস্ময়ের ক্ষেত্রে উরুতে হাত মারা
৯৬২. হযরত আলী (রাযিঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহার এবং নবী দুহিতা ফাতিমার দরজায় করাঘাত করিলেন এবং বলিলেন, তোমরা কি (রাতের নফল) নামায পড়িবে না? আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমাদের প্রাণ তো আল্লাহ্র হাতে, যখন তাঁহার মর্জি হইবে তখনই আমরা উঠিব। তখন নবী করীম (ﷺ) আমার কথার কোনই উত্তর না করিয়া ফিরিয়া গেলেন এবং যাইতে তাহাকে উরুতে হাত মারিয়া বলিতে শুনিলামঃ (وَكَانَ الإِنْسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلاً) এবং মানুষ অধিকাংশ ব্যাপারেই ঝগড়াপ্রবণ” (সূরা কাহাফ ও ৫৪)।
بَابُ ضَرْبِ الرَّجُلِ يَدَهُ عَلَى فَخِذِهِ عِنْدَ التَّعَجُّبِ أَوِ الشَّيْءِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، أَنَّ حُسَيْنَ بْنَ عَلِيٍّ حَدَّثَهُ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم طَرَقَهُ وَفَاطِمَةَ بِنْتَ النَّبِيِّ صلى الله عليه وسلم، فَقَالَ: أَلاَ تُصَلُّونَ؟ فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، إِنَّمَا أَنْفُسُنَا عِنْدَ اللهِ، فَإِذَا شَاءَ أَنْ يَبْعَثَنَا بَعَثَنَا، فَانْصَرَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم، وَلَمْ يَرْجِعْ إِلَيَّ شَيْئًا، ثُمَّ سَمِعْتُ وَهُوَ مُدْبِرٌ يَضْرِبُ فَخِذَهُ يَقُولُ: (وَكَانَ الإِنْسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلاً).
