আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৯৩৬
৪১৯- কেউ হাঁচি দিতে শোনলে কিভাবে জবাব দিবে?
৯৩৬. আবু জামরাহ বলেন, আমি হযেরত ইব্ন আব্বাসকে হাঁচির জবাব দিতে এরূপ বলিতে শুনিয়াছিঃعَافَانَا اللَّهُ وَإِيَّاكُمْ مِنَ النَّارِ، يَرْحَمُكُمُ اللَّهُ “আল্লাহ্ আমাকে এবং তোমাকে দোযখ হইতে রক্ষা করুন! আল্লাহ্ তোমার প্রতি সদয় হউন”!!
حَدَّثَنَا حَامِدُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي جَمْرَةَ قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ إِذَا شُمِّتَ: عَافَانَا اللَّهُ وَإِيَّاكُمْ مِنَ النَّارِ، يَرْحَمُكُمُ اللَّهُ.
