আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৯২৫
৪১৪- ঘোড়ায় কুলক্ষণ।
৯২৫. হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ) বলেন, এক ব্যক্তি আরয করিল, ইয়া রাসূলাল্লাহ্! আমরা একটি বাড়িতে অবস্থান করিতাম যেখানে আমাদের সংখ্যা বৃদ্ধি পাইয়াছে। ধন সম্পদ বর্ধিত হইয়াছে অতঃপর আমরা অপর একটি বাড়িতে স্থানান্তরিত হই, যেখানে আমাদের সংখ্যা হ্রাস পাইল এবং আমাদের ধন-সম্পদেও ভাটা পড়িল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ তোমরা সেই বাড়িতে ফিরিয়া যাও অথবা বলিলেনঃ তোমরা এই বাড়ি ছাড়িয়া দাও, কেননা ইহা নিন্দনীয়। রাবী আবু আব্দুল্লাহ্ বলেন, এই রিওয়ায়েতের সনদে এটি আছে।
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ يَعْنِي أَبَا قُدَامَةَ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ عُمَرَ الزَّهْرَانِيُّ قَالَ: حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا كُنَّا فِي دَارٍ كَثُرَ فِيهَا عَدَدُنَا، وَكَثُرَ فِيهَا أَمْوَالُنَا، فَتَحَوَّلْنَا إِلَى دَارٍ أُخْرَى، فَقَلَّ فِيهَا عَدَدُنَا، وَقَلَّتْ فِيهَا أَمْوَالُنَا؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رُدَّهَا، أَوْ دَعُوهَا، وَهِيَ ذَمِيمَةٌ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: فِي إِسْنَادِهِ نَظَرٌ
