আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৯১০
৪০৩- আশ্চর্যান্বিত হইলে ‘সুবহানাল্লাহ্ বলা’
৯১০. হযরত আলী (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) কোন এক জানাযায় শামিল ছিলেন। এমন সময় কি একটি বস্তু হাতে নিয়া উহা দ্বারা মাটিতে রেখা অংকন করিতে লাগিলেন। তখন তিনি বলিলেনঃ তোমাদের মধ্যে এমন কেহ নাই যাহার ঠিকানা দোযখে অথবা বেহেশতে পূর্ব হইতে লিখিত হইয়া থাকে নাই। তখন উপস্থিত সাহাবীগণ বলিলেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমরা কি আমাদের উক্ত ভাগ্য লিখনের উপর নির্ভর করিয়া আমল করা হইতে বিরত থাকিব না? বলিলেনঃ আমল করিয়া যাও, কেননা যাহাকে যে জন্য সৃষ্টি করা হইয়াছে তাহার জন্য উহাই সহজসাধ্য হইবে। আরো বলিলেনঃ যে ব্যক্তি ভাগ্যবান হইবে তাহার জন্য সৌভাগ্যের কাজ করা সহজ হইবে, আর যে ব্যক্তি হতভাগ্য হইবে, তাহার জন্য দুর্ভাগ্যের কাজ করা সহজ হইবে। অতঃপর তিনি তিলাওয়াত করিলেনঃ (‏فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى‏)‏‏
“অনন্তর যে ব্যক্তি দান করে, তাক্‌ওয়া অবলম্বন করে এবং উত্তম বাণী অর্থাৎ কলেমার সত্যতা ঘোষণা করে (তাহার জন্য সৌভাগ্যের কাজ করা সহজসাধ্য করা হয়)।” (সূরা লায়লঃ ৫-৭)
حَدَّثَنَا آدَمُ، قَالَ‏:‏ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ قَالَ‏:‏ سَمِعْتُ سَعْدَ بْنَ عُبَيْدَةَ يُحَدِّثُ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ‏:‏ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي جَنَازَةٍ، فَأَخَذَ شَيْئًا فَجَعَلَ يَنْكُتُ بِهِ فِي الأَرْضِ، فَقَالَ‏:‏ مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلاَّ قَدْ كُتِبَ مَقْعَدُهُ مِنَ النَّارِ، وَمَقْعَدُهُ مِنَ الْجَنَّةِ، قَالُوا‏:‏ يَا رَسُولَ اللهِ، أَفَلاَ نَتَّكِلُ عَلَى كِتَابِنَا، وَنَدَعُ الْعَمَلَ‏؟‏ قَالَ‏:‏ اعْمَلُوا، فَكُلٌّ مُيَسَّرٌ لِمَا خُلِقَ لَهُ، قَالَ‏:‏ أَمَّا مَنْ كَانَ مِنْ أَهْلِ السَّعَادَةِ فَسَيُيَسَّرُ لِعَمَلِ السَّعَادَةِ، وَأَمَّا مَنْ كَانَ مِنْ أَهْلِ الشَّقَاوَةِ فَسَيُيَسَّرُ لِعَمَلِ الشَّقَاوَةِ، ثُمَّ قَرَأَ‏:‏ ‏(‏فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى‏)‏‏.‏
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন