আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৮৯৪
৩৯৫. উপহাস করা
৮৯৪. হযরত আয়িশা (রাযিঃ) বলেন, একদা এক বিপন্ন ব্যাক্তি কতকগুলি মেয়েলোকের সম্মুখ দিয়া অতিক্রম করিতেছিল। তাহারা তাহাকে নিয়া হাসি ঠাট্টা করে। অতঃপর তাহাদের কতক ঐ একই বিপদের শিকার হয়।
بَابُ السُّخْرِيَةِ، وَقَوْلُ اللَّهِ عَزَّ وَجَلَّ: {لَا يَسْخَرْ قَوْمٌ مِنْ قَوْمٍ} [الحجرات: 11]
حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ‏:‏ حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ أَبِي عَلْقَمَةَ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ‏:‏ مَرَّ رَجُلٌ مُصَابٌ عَلَى نِسْوَةٍ، فَتَضَاحَكْنَ بِهِ يَسْخَرْنَ، فَأُصِيبَ بَعْضُهُنَّ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহ্ তা’আলা বলেনঃ “হে মুমিনগণ! কোন পুরুষ পুরুষকে উপহাস করিবে না করে, বিচিত্র কী যে, উপহাসকৃত তাহার চাইতে (আল্লাহ্‌র সমীপে) শ্রেষ্ঠতর হইতে পারে। আর কোন নারী অপর কোন নারীকে উপহাস না করে, বিচিত্র কী যে, তাহারা চাইতে শ্রেষ্ঠতর হইবে। আর তোমরা একে অপরকে খোঁটা দিও না আর একে অপরকে মন্দনামে আখ্যায়িত করিও না। ঈমান আনয়নের পর মন্দনামে ডাকা কতই না মন্দ! আর যাহারা (এমন গর্হিত কাজ হইতে) তাওবা না করিবে, উহারাই যালিম।” (সূরা হুজুরাতঃ ১১)
tahqiqতাহকীক:তাহকীক চলমান