আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৮৯১
৩৯৩- কাব্যিক উপমা প্রয়োগ
৮৯১. হযরত উমর (রাযিঃ) বলেন, লোকের মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য ইহাই যথেষ্ট যে, সে যাহা শুনে তাহাই নির্বিচারে বর্ণনা করিয়া বেড়ায় (উহার সত্যাসত্য যাচাই করার প্রয়োজন বোধ করে না)। উমর (রাযিঃ) আরও বলেন আর মুসলমানের জন্য কাব্যিক ভাষা মিথ্যার শামিল। [অর্থাৎ তিলকে তাল বানাইয়া অতিরঞ্জিত কথাবার্তা বলাও সত্যাশ্রয়ী মুসলমানের জন্য মোটেই শোভনীয় নহে।]
حَدَّثَنَا حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عُمَرَ , قَالَ : حَدَّثَنَا مُعْتَمِرٌ ، قَالَ أَبِي : حَدَّثَنَا ابْنُ عُمَرَ ، عَنْ عُمَرَ فِيمَا أَرَى شَكَّ أَبِي ، أَنَّهُ قَالَ : " حَسْبُ امْرِئٍ مِنَ الْكَذِبِ أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ " ، قَالَ : وَفِيمَا أَرَى ، قَالَ : قَالَ عُمَرُ : " أَمَا فِي الْمَعَارِيضِ مَا يَكْفِي الْمُسْلِمَ مِنَ الْكَذِبِ
