আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৮৮৮
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৯১- ভাষাগত ভুলের জন্য প্রহার করা।
৮৮৮. আব্দুর রহমান ইব্ন আজলান বলেন, হযরত উমর (রাযিঃ) এমন দুই ব্যক্তির পাশ দিয়া অতিক্রম করিতেছিলেন যাহারা তীর ছুঁড়িতেছিল। এমন সময় তাহাদের একজন অপরজনকে লক্ষ্য করিয়া বলিলঃ اسبت (আসাবতা) শুদ্ধ (اصبت)। অর্থাৎ তুমি নির্ভুল তীর ছুঁড়িয়াছ। (অর্থাৎ সে ব্যক্তি ছোয়াদ অক্ষরের স্থলে ‘সীন’ উচ্চারণ করিল) তখন হযরত উমর (রাযিঃ) বলিলেনঃ উচ্চারণের ভুল তীর নিক্ষেপের ভুলের চাইতে মারাত্মক।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ كَثِيرٍ أَبِي مُحَمَّدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَجْلاَنَ قَالَ: مَرَّ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ بِرَجُلَيْنِ يَرْمِيَانِ، فَقَالَ أَحَدُهُمَا لِلْآخَرِ: أسَبْتَ، فَقَالَ عُمَرُ: سُوءُ اللَّحْنِ أَشَدُّ مِنْ سُوءِ الرَّمْيِ.