আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৮৮২
৩৮৮- বাচালতা।
৮৮২. হযরত যায়িদ ইব্ন আসলাম বলেন, আমি হযরত আব্দুলাহ্ ইব্ন উমর (রাযিঃ)-কে বলিতে শুনিয়াছিঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যুগে পূর্বদেশ হইতে দুইজন বাগ্মী লোক (মদীনায়) আসে। তাহারা দুইজনে লোকসমক্ষে দাঁড়াইয়া কিছুক্ষণ বক্তৃতা করিল। অতঃপর বসিয়া পড়িল। অতঃপর নবী করীম (ﷺ)-এর পক্ষের বক্তা সাৰিত ইব্ন কায়স (রাযিঃ) উঠিয়া দাঁড়াইলেন এবং বক্তৃতা করিলেন। কিন্তু শ্রোতামণ্ডলী প্রথমোক্ত দুইজনের বক্তৃতায় অভিভূত হইয়া পড়েন। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) বক্তৃতা করিতে উঠিলেন এবং বলিলেনঃ মানবমন্ডলী, বক্তব্য সরলভাবে বলিবে কেননা ঘুরাইয়া-ফিরাইয়া কথা বলা শয়তানের কাজ। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ কোন কোন বক্তৃতায় জাদুকরী প্রভাব থাকে।
بَابُ كَثْرَةِ الْكَلامِ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ: قَدِمَ رَجُلاَنِ مِنَ الْمَشْرِقِ خَطِيبَانِ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، فَقَامَا فَتَكَلَّمَا ثُمَّ قَعَدَا، وَقَامَ ثَابِتُ بْنُ قَيْسٍ، خَطِيبُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَتَكَلَّمَ، فَعَجِبَ النَّاسُ مِنْ كَلاَمِهِمَا، فَقَامَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَخْطُبُ فَقَالَ: يَا أَيُّهَا النَّاسُ، قُولُوا قَوْلَكُمْ، فَإِنَّمَا تَشْقِيقُ الْكَلاَمِ مِنَ الشَّيْطَانِ، ثُمَّ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: إِنَّ مِنَ الْبَيَانِ سِحْرًا.
