আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৮৮০
৩৮৬- কোন কোন কথা যাদুকরী প্রভাব রাখে
৮৮০. উমর ইব্ন সালাম বলেন, (খলীফা) আব্দুল মালিক ইব্ন মারওয়ান তাঁহার পুত্রদের শিক্ষা-দীক্ষা দেওয়ার জন্য শা’বীর (রাহঃ)-এর হাতে তুলিয়া দেন এবং বলেন, ইহাদিগকে কাব্য শিক্ষা দিবেন, তাহাতে তাহারা উচ্চাভিলাষী ও নির্ভীক হইবে, ইহাদিগকে গোশ্ত খাওয়ার অভ্যাস করাইবেন; তাহাতে উহাদের হৃদয়ে শক্তি বৃদ্ধি পাইবে, ইহাদের মস্তক মুণ্ডনের অভ্যাস করাইবেন, তাহাতে তাহাদের ঘাড় শক্ত হইবে এবং উহাদের নিয়া উচ্চ পর্যায়ের লোকদের মজলিসে বসিবেন, তাহাতে তাহাদের সহিত কথাবার্তা বলিয়া তাহারা কথা বলার কৌশল আয়ত্ত করিতে পারিবে।
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ قَالَ: حَدَّثَنِي مَعْنٌ قَالَ: حَدَّثَنِي عُمَرُ بْنُ سَلاَّمٍ، أَنَّ عَبْدَ الْمَلِكِ بْنَ مَرْوَانَ دَفَعَ وَلَدَهُ إِلَى الشَّعْبِيِّ يُؤَدِّبُهُمْ، فَقَالَ: عَلِّمْهُمُ الشِّعْرَ يَمْجُدُوا وَيُنْجِدُوا، وَأَطْعِمْهُمُ اللَّحْمَ تَشْتَدُّ قُلُوبُهُمْ، وَجُزَّ شُعُورَهُمْ تَشْتَدُّ رِقَابُهُمْ، وَجَالِسْ بِهِمْ عِلْيَةَ الرِّجَالِ يُنَاقِضُوهُمُ الْكَلامَ.
