আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৮৭৪
৩৮২- উত্তম বাক্যের ন্যায় কবিতার মধ্যে ভালও আছে, মন্দও আছে
৮৭৪. হযরত মিকদাম ইব্ন শুরায়হ্ তাঁহার পিতার প্রমুখাৎ বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ আমি একদিন হযরত আয়েশা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করিলাম, রাসূলুল্লাহ্ (ﷺ) কি উপমা দেওয়ার জন্য কবিতার কোন পঙ্ক্তি আওড়াইতেন ? জবাবে মুসলিমকুল জননী জানাইলেন, হযরত আব্দুল্লাহ্ ইব্ন রাওয়াহার এই পঙ্ক্তিটি তিনি কোন কোন সময় আওড়াইতেনঃوَيَأْتِيكَ بِالأَخْبَارِ مَنْ لَمْ تُزَوِّدِ. “আসরে নিয়ে বার্তা হেন যার তরে নাই প্রস্তুতি তোর।”
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ قَالَ: قُلْتُ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَكَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَتَمَثَّلُ بِشَيْءٍ مِنَ الشِّعْرِ؟ فَقَالَتْ: كَانَ يَتَمَثَّلُ بِشَيْءٍ مِنْ شِعْرِ عَبْدِ اللهِ بْنِ رَوَاحَةَ: وَيَأْتِيكَ بِالأَخْبَارِ مَنْ لَمْ تُزَوِّدِ.
