আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৮৭০
৩৮১- কোন কোন কবিতায় প্রজ্ঞা নিহিত আছে।
৮৭০. হিশাম তাহার পিতার প্রমুখাৎ বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ একদা আমি হযরত আয়েশার কাছে হযরত হাস্‌সানকে গালমন্দ দিতে গেলাম। [সম্ভবত হযরত আয়েশা (রাযিঃ)-এর পূত চরিত্রে কলংক লেপনের ঘটনায় হাস্‌সানের জড়িত থাকার দরুন।] তিনি বলিলেনঃ তাহাকে গালমন্দ দিও না, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পক্ষে বিরুদ্ধবাদীদের নিন্দার জবাব (তাঁহার কবিতার মাধ্যমে) দিতেন।
وَعَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ قَالَ‏:‏ ذَهَبْتُ أَسُبُّ حَسَّانَ عِنْدَ عَائِشَةَ، فَقَالَتْ‏:‏ لاَ تَسُبَّهُ، فَإِنَّهُ كَانَ يُنَافِحُ عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم‏.‏
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)