আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৮৬৩
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৮১- কোন কোন কবিতায় প্রজ্ঞা নিহিত আছে।
৮৬৩. ইব্ন কায়সান নামে প্রসিদ্ধ খালিদ বলেন, একদা আমি হযরত ইব্ন উমর (রাযিঃ)-এর দরবারে উপস্থিত ছিলাম। এমন সময় আয়াস ইব্ন খায়সামা তাহার নিকট উপস্থিত হইয়া আরজ করিলেন, হে ফারুক তনয়! আমি কি আমার স্বরচিত কবিতা আপনাকে গানের সুরে গাহিয়া শুনাইব ? তিনি জবাব দিলেন, হ্যাঁ শুনাইতে পারো, তবে কেবল রুচিসম্মত কবিতাই শুনাইবে। তখন কবিপ্রবর তাহাকে উহা গাহিয়া শুনাইতে লাগিলেন, তারপর কবিতায় এমন এক পর্যায়ে আসিয়া কবি পৌছিলেন, যাহা তাহার রুচিতে বাধিল। তখন ইব্ন উমর (রাযিঃ) বলিয়া উঠিলেন, এইবার বন্ধ কর হে!
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مِنَ الشِّعْرِ حِكْمَةٌ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ بْنُ ثَابِتٍ، عَنْ خَالِدٍ هُوَ ابْنُ كَيْسَانَ قَالَ: كُنْتُ عِنْدَ ابْنِ عُمَرَ، فَوَقَفَ عَلَيْهِ إِيَاسُ بْنُ خَيْثَمَةَ قَالَ: أَلاَ أُنْشِدُكَ مِنْ شِعْرِي يَا ابْنَ الْفَارُوقِ؟ قَالَ: بَلَى، وَلَكِنْ لاَ تُنْشِدْنِي إِلاَّ حَسَنًا. فَأَنْشَدَهُ حَتَّى إِذَا بَلَغَ شَيْئًا كَرِهَهُ ابْنُ عُمَرَ، قَالَ لَهُ: أَمْسِكْ.