আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৮৬১
৩৮০. শিরোনামবিহীন অধ্যায়
৮৬১. কায়স বর্ণনা করেন, হযরত মু’আবিয়া (রাযিঃ)-কে তাহার জনৈক অনুজকে লক্ষ্য করিয়া বলিতে শুনি, তুমি গোলামটিকে তোমার বাহনে তোমার পশ্চাতে বসাইয়া লও! কিন্তু তাহার অনুজ তাহাতে অসম্মতি প্রকাশ করিলেন। তখন হযরত মু’আবিয়া (রাযিঃ) তাহাকে লক্ষ্য করিয়া বলিলেন, তুমি একটা আস্ত বে-আদব!
রাবী কায়স বলেনঃ তখন আমি (তাহার পিতা) আবু সুফিয়ানকে বলিতে শুনি, তোমার ভাইকে তাহার অবস্থার উপর ছাড়িয়া দাও। অর্থাৎ তাহার ইচ্ছার বিরুদ্ধে গোলামকে তাহার সাথে লইতে বাধ্য করিও না বা এজন্য আর ভর্ৎসনা করিও না।
بَابُ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ قَالَ‏:‏ سَمِعْتُ مُعَاوِيَةَ يَقُولُ لأَخٍ لَهُ صَغِيرٍ‏:‏ أَرْدِفِ الْغُلاَمَ، فَأَبَى، فَقَالَ لَهُ مُعَاوِيَةُ‏:‏ بِئْسَ مَا أُدِّبْتَ، قَالَ قَيْسٌ‏:‏ فَسَمِعْتُ أَبَا سُفْيَانَ يَقُولُ‏:‏ دَعْ عَنْكَ أَخَاكَ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৮৬১ | মুসলিম বাংলা