আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৮৫৮
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৭৭- নারীদের কুনিয়ত, অমুকের মা বলিয়া অভিহিত করা
৮৫৮. আব্দুল্লাহ্ ইবন যুবায়রের পৌত্র আব্বাদ বর্ণনা করেন যে, হযরত আয়েশা (রাযিঃ) একদা বলিলেনঃ হে আল্লাহ্র নবী! আপনি কি আমাকে কাহারও মা বলিয়া নামকরণ করিয়া দিবেন না? তখন তিনি বলিলেনঃ তুমি তোমার পুত্রের (অর্থাৎ ভগ্নিপুত্রের) নামে কুনিয়ত লইয়া লও। অর্থাৎ আব্দুল্লাহ্ ইবন যুবায়রের মা নাম গ্রহণ কর। অতঃপর তিনি আব্দুল্লাহ্র মা নামে অভিহিত হইতেন।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ عَبَّادِ بْنِ حَمْزَةَ بْنِ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: يَا نَبِيَّ اللهِ، أَلاَ تُكَنِّينِي؟ فَقَالَ: اكْتَنِي بِابْنِكِ، يَعْنِي: عَبْدَ اللهِ بْنَ الزُّبَيْرِ، فَكَانَتْ تُكَنَّى: أُمَّ عَبْدِ اللهِ.