আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৮৫৬
৩৭৬- শিশুর জন্মের পূর্বেই শিশুর পিতা বলিয়া অভিহিত করা
৮৫৬. আলকামা বলেন, হযরত আব্দুল্লাহ্ আমার ঘরে কোন শিশু-সন্তান ভূমিষ্ঠ না হইতেই আমার কুনিয়াত (নাম) রাখেন।
حَدَّثَنَا عَارِمٌ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ قَالَ: كَنَّانِي عَبْدُ اللهِ قَبْلَ أَنْ يُولَدَ لِي.
