আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৮৪৩
৩৭১- নবীগণের নামানুসারে নাম রাখা
৮৪৩. হযরত আনাস ইবন মালিক (রাযিঃ) বলেন, একদা নবী করীম (ﷺ) বাজারে বিরাজ করিতেছিলেন এমন সময় এক ব্যক্তি ডাকিলঃ হে আবুল কাসিম (কাসিমের পিতা)! রাসূলুল্লাহ্ (ﷺ) তাহার দিকে তাকাইলেন। সে ব্যক্তি বলিল, ইয়া রাসূলাল্লাহ! আমি তো ঐ ব্যক্তিকে ডাকিয়াছি (আপনাকে নহে)। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ দেখ, আমার নামে তোমরা নাম রাখিবে, তবে আমার কুনিয়তে (মানে আবুল কাসিম নামে) কাহার নাম রখিও না।
حَدَّثَنَا آدَمُ، قَالَ‏:‏ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ‏:‏ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي السُّوقِ، فَقَالَ رَجُلٌ‏:‏ يَا أَبَا الْقَاسِمِ، فَالْتَفَتَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم، فَقَالَ‏:‏ يَا رَسُولَ اللهِ، إِنَّمَا دَعَوْتُ هَذَا، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ سَمُّوا بِاسْمِي، وَلاَ تُكَنُّوا بِكُنْيَتِي‏.‏
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৮৪৩ | মুসলিম বাংলা