আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৮৩২
৩৬৫- আস (অবাধ্য) নাম পরিবর্তন করা।
৮৩২. হযরত মুতি (রাযিঃ) বলেন, আমি মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছিঃ আজকের পর কিয়ামত পর্যন্ত আর কোন কুরায়শ বংশোদ্ভূত ব্যক্তিকে হস্ত পদ বদ্ধ অবস্থায় কষ্ট দিয়া মারা হইবে না। কুরায়েশের আস’দের (অবাধ্যদের) মধ্যে মুতী’ ছাড়া আর কেহই ইসলাম গ্রহণ করে নাই। হাদীসের রাবী আব্দুল্লাহ্ ইব্‌ন মুতী’ বলেন, তাহার (পিতার নামও) আসি বা অবাধ্য ছিল। নবী করীম (ﷺ) তাহার নামকরণ করেন মুতী’ (বাধ্য)।
بَابُ الْعَاصِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ زَكَرِيَّا قَالَ‏:‏ حَدَّثَنِي عَامِرٌ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مُطِيعٍ قَالَ‏:‏ سَمِعْتُ مُطِيعًا يَقُولُ‏:‏ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ، يَوْمَ فَتْحِ مَكَّةَ‏:‏ لاَ يُقْتَلُ قُرَشِيٌّ صَبْرًا بَعْدَ الْيَوْمِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، فَلَمْ يُدْرِكِ الإِسْلاَمَ أَحَدٌ مِنْ عُصَاةِ قُرَيْشٍ غَيْرُ مُطِيعٍ، كَانَ اسْمُهُ الْعَاصَ فَسَمَّاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم مُطِيعًا‏.‏
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৮৩২ | মুসলিম বাংলা