আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৭০৯
২০৮৯. জা‘ফর ইবনে আবু তালিব হাশিমী (রাযিঃ)- এর মর্যাদা।
৩৪৪৪। আমর ইবনে আলী (রাহঃ) .... শাবী (রাহঃ) থেকে বর্ণিত যে, আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) যখন জাফর (রাযিঃ)- এর ছেলে (আব্দুল্লাহ)- কে সালাম বলতেন তখন বলতেন, হে দু’বাহু বিশিষ্ট ব্যক্তির পুত্র।* আবু আব্দুল্লাহ (ইমাম বুখারী (রাহঃ)) বলেন, বলা হয় كن في جناحى অর্থ তুমি আমার পাশে থাক। প্রত্যেক বস্তুর দু‘পাশকে দু‘বাহু বলা হয়।
*মূতা যুদ্ধে প্রথমে জাফর (রা)-এর এক বাহু কর্তিত হয়, তারপর অপর বাহু। এরপর তিনি শহীদ হন। নবী কারীম (ﷺ) জান্নাতে তাঁর বাহু সংযোজনের সুসংবাদ দান করেন ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন