আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৮২১
৩৫৬- মহিমান্বিত আল্লাহ্র নিকট প্রিয়তম নাম
৮২১. হযরত জাবির (রাযিঃ) বলেন, আমাদের মধ্যকার এক ব্যক্তির এক পুত্র-সন্তান ভূমিষ্ঠ হইল, তখন তাহার নাম রাখিল কাসিম। আমরা তাহাকে বলিলাম, আমরা কিন্তু তোমাকে আবুল কাসিম (কাসিমের পিতা) নামের গৌরব প্রদান করিব না। নবী করীম (ﷺ)-কে যখন এই সংবাদ জানানো হইল তখন তিনি বলিলেনঃ তোমার ছেলের নাম আব্দুর রহমান রাখিয়া লও।
حَدَّثَنَا صَدَقَةُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ قَالَ: وُلِدَ لِرَجُلٍ مِنَّا غُلاَمٌ فَسَمَّاهُ: الْقَاسِمَ، فَقُلْنَا: لاَ نُكَنِّيكَ أَبَا الْقَاسِمِ وَلاَ كَرَامَةَ، فَأُخْبِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ: سَمِّ ابْنَكَ عَبْدَ الرَّحْمَنِ.
