আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৮১০
৩৫০- “আপনার জন্য আমার পিতামাতা কুরবান” বলা
৮১০. হযরত আলী (রাযিঃ) বলেনঃ সা’দ (রাযিঃ) ছাড়া আর কাহারও জন্য রাসূলুল্লাহ্ (ﷺ)-কে ‘কুরবান’ শব্দ ব্যবহার করিতে দেখি নাই। তাঁহাকে বলিতে শুনিয়াছি, তীর নিক্ষেপ করিতে থাক! তোমার জন্য আমার পিতা-মাতা কুরবান হউন!
بَابُ قَوْلِ الرَّجُلِ‏:‏ فِدَاكَ أَبِي وَأُمِّي
حَدَّثَنَا قَبِيصَةُ، قَالَ‏:‏ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ قَالَ‏:‏ حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ شَدَّادٍ قَالَ‏:‏ سَمِعْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ‏:‏ مَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُفَدِّي رَجُلاً بَعْدَ سَعْدٍ، سَمِعْتُهُ يَقُولُ‏:‏ ارْمِ، فِدَاكَ أَبِي وَأُمِّي
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৮১০ | মুসলিম বাংলা