আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৮০৮
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৪৯- আপনার জন্য আমার প্রাণ উৎসর্গিত
৮০৮. হযরত আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) বলেন, আবু তাল্‌হা রাসূলুল্লাহ্র সম্মুখে জানু পাতিয়া বসিতেন, তাঁহার তূণে রক্ষিত তীরগুলিকে ছাড়াইয়া দিতেন আর বলিতেনঃ وَجْهِي لِوَجْهِكَ الْوِقَاءُ، وَنَفْسِي لِنَفْسِكَ الْفِدَاءُ‏.‏ “হে প্রিয় নবী! আমার মুখমণ্ডল আপনার মুখমণ্ডলের ঢাল স্বরূপ, আর আমার জান আপনার জানের জন্য কুরবান (উৎসর্গ) হউক!”
أبواب الأدب المفرد للبخاري
بَابُ قَوْلِ الرَّجُلِ‏:‏ نَفْسِي لَكَ الْفِدَاءُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ، قَالَ‏:‏ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ جُدْعَانَ قَالَ‏:‏ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ‏:‏ كَانَ أَبُو طَلْحَةَ يَجْثُو بَيْنَ يَدَيْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَيَنْثُرُ كِنَانَتَهُ وَيَقُولُ‏:‏ وَجْهِي لِوَجْهِكَ الْوِقَاءُ، وَنَفْسِي لِنَفْسِكَ الْفِدَاءُ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান