আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৮০৪
৩৪৬- লোকের কথা ‘ইয়া হানতাহ্’
৮০৪. হাবীব ইব্ন সাহবান আল আসাদী বলেন, আমি একদা আম্মার (রাযিঃ)-কে দেখিলাম ফরয নামায আদায় করিলেন, অতঃপর তাহার পার্শ্ববর্তী লোকটিকে লক্ষ্য করিয়া বলিলেনঃ দুত্তুরি ছাই, অতঃপর (পুনরায় নামাযে) দাঁড়াইয়া গেলেন।
حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ حَبِيبِ بْنِ صُهْبَانَ الأَسَدِيِّ: رَأَيْتُ عَمَّارًا صَلَّى الْمَكْتُوبَةَ ثُمَّ قَالَ لِرَجُلٍ إِلَى جَنْبِهِ: يَا هَنَاهْ، ثُمَّ قَامَ.
