আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৮০১
৩৪৪- তোমরা আঙ্গুরকে কারম নামকরণ করো না।
৮০১. হযরত আলকামা ইবন ওয়ায়েল (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ সাবধান! তােমাদের কেহ যেন আঙ্গুরকে করম (মানে খাসাবস্তু) না বলে বরং উহাকে হাবালা অর্থাৎ আঙ্গুর নামেই অভিহিত করে। ২
بَابُ لا تُسَمُّوا الْعِنَبَ الْكَرْمَ
حَدَّثَنَا آدَمُ، قَالَ‏:‏ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ لاَ يَقُولَنَّ أَحَدُكُمُ‏:‏ الْكَرْمَ، وَقُولُوا الْحَبَلَةَ، يَعْنِي‏:‏ الْعِنَبَ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

২. মদ্যপ্রিয় আরব জাতির নিকট আঙ্গুরের মদ ছিল অত্যধিক প্রিয় বস্তু। তাই তাহার আঙ্গুরকে অভিহিত করিত ‘করম’ বলিয়া যাহার মানে কি না খাসাবস্তু!
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন