আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৭৯৫
৩৪১- সতস্বভাব ও উত্তম পন্থা
৭৯৫. হযরত জারীরী বলেন, আমি হযরত আবুত তুফায়েল (রাযিঃ)-কে জিজ্ঞাসা করিলাম, আপনি কি নবী করীম (ﷺ)-কে দেখিয়াছেন? জবাবে তিনি বলেন, জ্বী, হ্যাঁ, আমি ছাড়া বর্তমানে ভূপৃষ্ঠে নবী করীম (ﷺ)-কে যাহারা দেখিয়াছেন তাঁহাদের মধ্যকার কেহ বর্তমান আছেন বলিয়া আমার জানা নাই। অতঃপর তিনি (নবী করীমের আকৃতি বর্ণনা প্রসঙ্গে) বলিলেনঃ তিনি ছিলেন পৌর বর্ণ ও লাবণ্যময় চেহারার অধিকারী। (এ রিওয়ায়েতটি খালিদ ইবন আব্দুল্লাহর প্রমুখাৎ বর্ণিত।) ইয়াযীদ ইবন হারুন প্রমুখাৎ রর্ণিত জারীরে অন্য রিওয়ায়েতে আছে, জারীরী বলেনঃ আমি এবং আবু তুফায়ল (আমির ইবন ওয়াসেলা কেনানী (রাযিঃ)] আল্লাহর ঘরের তাওয়াফ করিতেছিলাম। তখন হযরত আবু তােফায়ল (রাযিঃ) বলিলেনঃ আমি ছাড়া নবী করীম (ﷺ)-কে দেখিয়াছেন এমন কেহই আর জীবিত নাই। আমি বলিলাম, আপনি বুঝি তাঁহাকে (রাসূলুল্লাহ্ (ﷺ)-কে দেখিয়াছেন? তিনি বলিলেনঃ জী হ্যঁ। আমি বলিলাম, তিনি কেমন ছিলেন? তিনি বলিলেনঃ তিনি ছিলেন গৌর বর্ণ, লাবণ্যময় চেহারার অধিকারী মধ্যম আকৃতিসম্পন্ন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللهِ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي الطُّفَيْلِ، قَالَ: قُلْتُ لَهُ: رَأَيْتَ النَّبِيَّ صلى الله عليه وسلم؟ قَالَ: نَعَمْ، وَلاَ أَعْلَمُ عَلَى ظَهْرِ الأَرْضِ رَجُلاً حَيًّا رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم غَيْرِي، قَالَ: وَكَانَ أَبْيَضَ، مَلِيحَ الْوَجْهِ. وَعَنْ يَزِيدَ بْنِ هَارُونَ، عَنِ الْجُرَيْرِيِّ قَالَ: كُنْتُ أَنَا وَأَبُو الطُّفَيْلِ نَطُوفُ بِالْبَيْتِ، قَالَ أَبُو الطُّفَيْلِ: مَا بَقِيَ أَحَدٌ رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرِي، قُلْتُ: وَرَأَيْتَهُ؟ قَالَ: نَعَمْ، قُلْتُ: كَيْفَ كَانَ؟ قَالَ: كَانَ أَبْيَضَ مَلِيحًا مُقَصَّدًا.
