আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৭৮৯
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৪০- গান-বাজনা ও তামাশা।
৭৮৯. হযরত আব্দুল্লাহ্ ইবন দীনার বলেনঃ একদা আমি হযরত আব্দুল্লাহ্ ইবন উমর (রাযিঃ)-এর সাথে বাজারে গেলাম। সেখানে একটি ছােট বালিকা গান করিতেছিল। তখন তিনি বলিলেনঃ শয়তান যদি কাহাকেও ছাড়িত তবে উহাকে ছাড়িয়া দিত।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ الْغِنَاءِ وَاللَّهْوِ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ قَالَ: حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ قَالَ: خَرَجْتُ مَعَ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ إِلَى السُّوقِ، فَمَرَّ عَلَى جَارِيَةٍ صَغِيرَةٍ تُغَنِّي، فَقَالَ: إِنَّ الشَّيْطَانَ لَوْ تَرَكَ أَحَدًا لَتَرَكَ هَذِهِ.