আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৭৭৬
৩৩২- মুমিন ভাইয়ের প্রতি তাহার প্রস্থানকালে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাইবে না
৭৭৬. হযরত মুজাহিদ (রাহঃ) বলেন, কোন ব্যক্তির তাহার অপর ভাইয়ের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকানাে অথবা তাহার প্রস্থানকালে তাহার দিকে ঘাের দৃষ্টিতে তাকাইয়া থাকা কিংবা (উদ্দেশ্যমূলকভাবে) তাহাকে এইরূপ জিজ্ঞাসাবাদ করা যে, তুমি কোথা হইতে আসিতেছ, কোথায় যাইবে এইরূপ বাঞ্ছনীয় নহে।
بَابُ لا يُحِدُّ الرَّجُلُ إِلَى أَخِيهِ النَّظَرَ إِذَا وَلَّى
حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، قَالَ‏:‏ أَخْبَرَنَا عَبْدُ اللهِ، قَالَ‏:‏ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ لَيْثٍ، عَنْ مُجَاهِدٍ قَالَ‏:‏ يُكْرَهُ أَنْ يُحِدَّ الرَّجُلُ إِلَى أَخِيهِ النَّظَرَ، أَوْ يُتْبِعَهُ بَصَرَهُ إِذَا وَلَّى، أَوْ يَسْأَلَهُ‏:‏ مِنْ أَيْنَ جِئْتَ، وَأَيْنَ تَذْهَبُ‏؟‏‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৭৭৬ | মুসলিম বাংলা