আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৭৬৫
৩২৫- মুনাফিককে নেতা বলিবে না
৭৬৫. আব্দুল্লাহ্ ইবন বােরায়দা তাহার পিতার প্রমুখাৎ বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ মুনাফিককে নেতা বলিও না, কেননা সে যদি সত্যসত্যই তােমাদের নেতা হইয়া থাকে তাহা হইলে তােমরা তােমাদের মহিমান্বিত প্রভু পরােয়ারদিগারকে অসন্তুষ্ট করিয়াছ।
بَابُ لا يَقُولُ لِلْمُنَافِقِ‏:‏ سَيِّدٌ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ، قَالَ‏:‏ حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ‏:‏ حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ قَالَ‏:‏ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم‏:‏ لاَ تَقُولُوا لِلْمُنَافِقِ‏:‏ سَيِّدٌ، فَإِنَّهُ إِنْ يَكُ سَيِّدَكُمْ فَقَدْ أَسْخَطْتُمْ رَبَّكُمْ عَزَّ وَجَلَّ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৭৬৫ | মুসলিম বাংলা