আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৭৬১
৩২১- নিন্দার উদ্দেশ্যে নহে পরিচয় দানের উদ্দেশ্যে কাহাকেও কৃষ্ণকায়, খর্বাকৃতি বা দীর্ঘাকৃতি প্রভৃতি বলা
৭৬১. হযরত আয়েশা (রাযিঃ) বলেন, জুমুআর রাত্রে (অর্থাৎ মুযদালিফায় অবস্থান করা কালে) বিবি সাওদা (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দরবারে উপস্থিত হওয়ার অনুমতি প্রার্থনা করিলেন আর তিনি ছিলেন স্থূলদেহী মহিলা। রাসূলুল্লাহ্ (ﷺ) তাহাকে অনুমতি প্রদান করিলেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ‏:‏ أَخْبَرَنَا سُفْيَانُ قَالَ‏:‏ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ‏:‏ اسْتَأْذَنَتْ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم سَوْدَةُ لَيْلَةَ جَمْعٍ، وَكَانَتِ امْرَأَةً ثَقِيلَةً ثَبِطَةً، فَأَذِنَ لَهَا‏.‏
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৭৬১ | মুসলিম বাংলা