আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৭৫৮
৩২০- রাতের শেষ তৃতীয়াংশে দুআ করা।
৭৫৮. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমাদের মহামহিমান্বিত প্রভু পরােয়ারদিগার প্রত্যেক রাত্রিতেই রাত্রের এক-তৃতীয়াংশ অবশিষ্ট থাকিতে দুনিয়ার আসমানে আবির্ভূত হন। অতঃপর বলেন, আছাে এমন কেহ যে আমার কাছে দু'আ করিবে আর আমি তাহার দু'আ কবৃল করিব। যে আমার কাছে যাচ্ঞা করিবে, আমি তাহার যাচঞা পূর্ণ করিব। যে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাহিবে আর আমি তাহাকে ক্ষমা করিব।
بَابُ الدُّعَاءِ إِذَا بَقِيَ ثُلُثُ اللَّيْلِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ‏:‏ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي عَبْدِ اللهِ الأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ‏:‏ يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى فِي كُلِّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا، حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الْآخَرُ، فَيَقُولُ‏:‏ مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ‏؟‏ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ‏؟‏ مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ‏؟‏‏.‏
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৭৫৮ | মুসলিম বাংলা