আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৭৪৪
৩০৯. মুসলমানদের মধ্যে একের মালের উপর অপরের আব্দার খাটানাে
৭৪৪ মুহাম্মাদ ইবন যিয়াদ বলেন, আমি পূর্ববর্তী বুযুর্গগণের (সাহাবাগণের) যমানা দেখিয়াছি। তাহারা এক এক ঘরে কয়েকজন করিয়া সপরিবারে বসবাস করিতেন। অনেক সময় এমনও হইত যে, কোন এক পরিবারের হয়ত চুলায় চড়ানাে ডেগচী রহিয়াছে। মেহমানওয়ালা ঘরের মালিক তখন তাহার মেহমানের জন্য সেই চুলার উপরে বসানাে ডেগচী (সদ্যপ্রস্তুত খাবারসহ) উঠাইয়া লইয়া যাইত আর ডেগচীওয়ালা আসিয়া দেখিত যে, তাহার ডেগচী উধাও হইয়া গিয়াছে। তখন সে বলিত, আমার ড়েগচী আবার কে - উঠাইয়া লইয়া গেল ? মেহমানওয়ালা তখন বলিত, আমরা আমাদের মেহমানের জন্য উহা লইয়া গিয়াছি। তখন ডেগচীওয়ালা বলিত, আল্লাহ্ উহাতে তােমাদের জন্য বরকত দিন বা অনুরূপ কিছু একটা। রাবী বাকিয়া বলেন, মুহাম্মাদ ইবন যিয়াদ বলিতেন, সদ্য প্রস্তুত রুটির ব্যাপারেও অনুরূপ ঘটনা ঘটিত এবং এই দুই পরিবারের মধ্যে নল খাগড়ার বেড়া ছাড়া অন্য কোন আড়াল থাকিত না। বাকিয়া বলেন, আমি মুহাম্মাদ ইবন যিয়াদ ও তাঁহার সাথীদের এমনটি প্রত্যক্ষ করিয়াছি।
بَابُ دَالَّةِ أَهْلِ الْإِسْلَامِ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ
حَدَّثَنَا عَبْدَةُ ، قَالَ : حَدَّثَنَا بَقِيَّةُ ، قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ ، قَالَ : " أَدْرَكْتُ السَّلَفَ ، وَإِنَّهُمْ لَيَكُونُونَ فِي الْمَنْزِلِ الْوَاحِدِ بِأَهَالِيهِمْ ، فَرُبَّمَا نَزَلَ عَلَى بَعْضِهُمُ الضَّيْفُ ، وَقِدْرُ أَحَدِهِمْ عَلَى النَّارِ ، فَيَأْخُذُهَا صَاحِبُ الضَّيْفِ لِضَيْفِهِ ، فَيَفْقِدُ الْقِدْرَ صَاحِبُهَا ، فَيَقُولُ : مَنْ أَخَذَ الْقِدْرَ ؟ فَيَقُولُ صَاحِبُ الضَّيْفِ : نَحْنُ أَخَذْنَاهَا لِضَيْفِنَا ، فَيَقُولُ صَاحِبُ الْقِدْرِ : بَارَكَ اللَّهُ لَكُمْ فِيهَا ، أَوْ كَلِمَةً نَحْوَهَا ، قَالَ بَقِيَّةُ : وَقَالَ مُحَمَّدٌ : وَالْخُبْزُ إِذَا خَبَزُوا مِثْلُ ذَلِكَ ، وَلَيْسَ بَيْنَهُمْ إِلا جُدُرُ الْقَصَبِ ، قَالَ بَقِيَّةُ : وَأَدْرَكْتُ أَنَا ذَلِكَ : مُحَمَّدَ بْنَ زِيَادٍ وَأَصْحَابَهُ
