আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৭৩২
৩০২- পরীক্ষায় নিঃপতিত হওয়ার দুআ করা দূষণীয়
৭৩২. হযরত আনাস (রাযিঃ) বলেন, একদা এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর দরবারে বসা অবস্থায়ই দু'আ করিল, “হে আল্লাহ্! তুমি আমাকে সম্পদ দান কর নাই যে আমি দান করিব। অতএব তুমি আমাকে বিপদ দিয়া পরীক্ষা কর অথবা সে ব্যক্তি বলিয়াছিল যাহাতে সাওয়াব হইবে। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ “সুবহানাল্লাহ্! উহা তােমার সামর্থ্যের অতীত! তুমি বল না কেনঃ اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً ، وَفِي الآخِرَةِ حَسَنَةً ، وَقِنَا عَذَابَ النَّارِ “হে আল্লাহ্! আমাদিগকে দুনিয়ার মঙ্গল দান করুন এবং আখিরাতের মঙ্গল দান করুন এবং আমাদিগকে দোযখের আযাব হইতে রক্ষা করুন।”’
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ ، قَالَ : حَدَّثَنَا أَبُو بَكْرٍ ، عَنْ حُمَيْدٍ ، عَنْ أَنَسٍ ، قَالَ : " قَالَ رَجُلٌ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : اللَّهُمَّ لَمْ تُعْطِنِي مَالا فَأَتَصَدَّقَ بِهِ ، فَابْتَلِنِي بِبَلاءٍ يَكُونُ ، أَوْ قَالَ : فِيهِ أَجْرٌ ، فَقَالَ : سُبْحَانَ اللَّهِ ، لا تُطِيقُهُ ، أَلا قُلْتَ : اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً ، وَفِي الآخِرَةِ حَسَنَةً ، وَقِنَا عَذَابَ النَّارِ
