আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৭১৯
২৯৬- দোয়ার ফযীলাত।
৭১৯. হযরত নুমান ইবন বাশীর (রাযিঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম (ﷺ) বলেনঃ নিঃসন্দেহে দু'আই হইতেছে ইবাদত। অতঃপর তিনি (কুরআন শরীফের আয়াত) আবৃত্তি করিলেনঃ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ “আমার কাছে দু'আ কর। আমি তােমাদের দু'আ কবুল করিব।”
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ ، قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ مَنْصُورٍ ، عَنْ ذَرٍّ ، عَنْ يُسَيْعَ ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " إِنَّ الدُّعَاءَ هُوَ الْعِبَادَةُ ، ثُمَّ قَرَأَ : ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৭১৯ | মুসলিম বাংলা