আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৭০৯
২৯৩- ইস্তিখারার দুআ।
৭০৯. হযরত জাবির ইবন আব্দুল্লাহ্ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ‘আল ফাতহ’ মসজিদে সােমবার, মঙ্গলবার ও বুধবারে দুআ করেন এবং বুধবারের দুই নামাযের মধ্যবর্তী সময়ে তাঁহার দুআ কবূল হয়।
হযরত জাবির (রাযিঃ) বলেন, আমার যখনই কোন গুরুত্বপূর্ণ ও কঠিন ব্যাপার উপস্থিত হইয়াছে, তখনই আমি বুধবারের এই সময়টাতে দুআ করিয়াছি এবং উহা কবূল হইতেও প্রত্যক্ষ করিয়াছি।
হযরত জাবির (রাযিঃ) বলেন, আমার যখনই কোন গুরুত্বপূর্ণ ও কঠিন ব্যাপার উপস্থিত হইয়াছে, তখনই আমি বুধবারের এই সময়টাতে দুআ করিয়াছি এবং উহা কবূল হইতেও প্রত্যক্ষ করিয়াছি।
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ ، قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ بْنُ حَمْزَةَ ، قَالَ : حَدَّثَنِي كَثِيرُ بْنُ زَيْدٍ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبٍ ، قَالَ : سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ، يَقُولُ : " دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الْمَسْجِدِ ، مَسْجِدِ الْفَتْحِ ، يَوْمَ الاثْنَيْنِ وَيَوْمَ الثُّلاثَاءِ وَيَوْمَ الأَرْبِعَاءِ ، فَاسْتُجِيبَ لَهُ بَيْنَ الصَّلاتَيْنِ مِنْ يَوْمِ الأَرْبِعَاءِ ، قَالَ جَابِرٌ : وَلَمْ يَنْزِلْ بِي أَمْرٌ مُهِمٌّ غائِظٌ إِلا تَوَخَّيْتُ تِلْكَ السَّاعَةَ ، فَدَعَوْتُ اللَّهَ فِيهِ بَيْنَ الصَّلاتَيْنِ يَوْمَ الأَرْبِعَاءِ فِي تِلْكَ السَّاعَةِ ، إِلا عَرَفْتُ الإِجَابَةَ
