আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৭০৪
২৯১- মহানবী (ﷺ)-এর দুআসমূহ।
৭০৪. হযরত রিফায়া যারকী (রাযিঃ) বলেন, উহুদ যুদ্ধের দিন মুশরিকরা যখন পরাস্ত হইয়া পলায়ন করিল তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেন ও সারিবদ্ধভাবে দাঁড়াইয়া যাও, আমি আমার মহিমান্বিত প্রতিপালকের মহিমা কীর্তন করিব। সাহাবীগণ তাঁহার পশ্চাতে সারিবদ্ধভাবে দাঁড়াইয়া গেলেন। তখন তিনি এরূপ দুআ করিলেন, “হে আল্লাহ্! তােমারই সকল প্রশংসা। হে আল্লাহ্! তুমি যাহা প্রসারিত করিয়া দাও কেহ তাহা সংকীর্ণ করিতে পারে না। তুমি যাহাকে দূর করিয়া দাও কেহ তাহাকে নিকট করিতে পারে না। তুমি যাহাকে নিকট করিয়াছ কেহ তাহাকে দূর করিতে পারে না। তুমি যাহা না দাও কেহ তাহা দিতে পারে না। আর তুমি যাহা দান কর, কেহ তাহা আটকাইয়া রাখিতে পারে না। হে আল্লাহ্! আমাদের উপর, তােমার বরকত রাশি তােমার রহমত তােমার ফ্যল (অনুগ্রহ) এবং তােমার রিযক প্রসারিত করিয়া দাও। হে আল্লাহ্! তােমার দরবারে সেই স্থায়ী নিয়ামত প্রার্থনা করি যাহা পরিবর্তিত বা বিলুপ্ত হইবে না।
হে আল্লাহ্! দুঃখের দিনে তােমার নেয়ামত ও যুদ্ধের দিনে তােমার প্রদত্ত নিরাপত্তা আমি তােমার দরবারে প্রার্থনা করি। প্রভু, তুমি যাহা আমাকে দান করিয়াছ, তাহার অনিষ্ট হইতে আমাকে রক্ষা কর, তুমি যাহা আমাকে দান কর নাই তাহার অপকার ও তাহার অনিষ্ট হইতে আমাকে বাঁচাও।
হে আল্লাহ্! ঈমান আমাদের কাছে প্রিয়তর করিয়া দাও এবং উহার সৌন্দর্যবােধ আমাদের অন্তরে দান কর, কুফরী ফিস্ক (বা অনাচার) ও অবাধ্যতা আমাদের কাছে অপ্রিয় করিয়া দাও এবং আমাদিগকে হিদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত কর।
হে আল্লাহ্! আমাদিগকে মুসলিমরূপে মৃত্যু দান কর। মুসলিমরূপেই আমাদিগকে বাঁচাইয়া রাখ এবং সত্ব্যক্তিদিগের সাথী আমাদিগকে বানাইয়া দাও। অপমানগ্রস্ত বা সংকটগ্রস্ত আমাদিগকে করিও না।
হে আল্লাহ্! সে কাফিরদের বিনাশ সাধন করযাহারা তােমার পথে বাধার সৃষ্টি করে এবং তােমার রাসূলগণকে মিথ্যা প্রতিপন্ন করে। তােমার ক্রোধ ও আযাব তাহাদের উপর আপতিত কর।
হে আল্লাহ্! কাফিরদের বিনাশ সাধন কর যাহাদিগকে কিতাব প্রদান করা হইয়াছে (তবুও কুফরের পথই বাছিয়া নিয়াছে) হে যথার্থ উপাস্য।”
আলী বলেনঃ আমি মুহাম্মাদ ইবন বিশরের সূত্রে উহা শুনিয়াছি। তিনি উহার সনদও বর্ণনা করিয়া থাকেন। আমি তাহা বর্ণনা করি না।
হে আল্লাহ্! দুঃখের দিনে তােমার নেয়ামত ও যুদ্ধের দিনে তােমার প্রদত্ত নিরাপত্তা আমি তােমার দরবারে প্রার্থনা করি। প্রভু, তুমি যাহা আমাকে দান করিয়াছ, তাহার অনিষ্ট হইতে আমাকে রক্ষা কর, তুমি যাহা আমাকে দান কর নাই তাহার অপকার ও তাহার অনিষ্ট হইতে আমাকে বাঁচাও।
হে আল্লাহ্! ঈমান আমাদের কাছে প্রিয়তর করিয়া দাও এবং উহার সৌন্দর্যবােধ আমাদের অন্তরে দান কর, কুফরী ফিস্ক (বা অনাচার) ও অবাধ্যতা আমাদের কাছে অপ্রিয় করিয়া দাও এবং আমাদিগকে হিদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত কর।
হে আল্লাহ্! আমাদিগকে মুসলিমরূপে মৃত্যু দান কর। মুসলিমরূপেই আমাদিগকে বাঁচাইয়া রাখ এবং সত্ব্যক্তিদিগের সাথী আমাদিগকে বানাইয়া দাও। অপমানগ্রস্ত বা সংকটগ্রস্ত আমাদিগকে করিও না।
হে আল্লাহ্! সে কাফিরদের বিনাশ সাধন করযাহারা তােমার পথে বাধার সৃষ্টি করে এবং তােমার রাসূলগণকে মিথ্যা প্রতিপন্ন করে। তােমার ক্রোধ ও আযাব তাহাদের উপর আপতিত কর।
হে আল্লাহ্! কাফিরদের বিনাশ সাধন কর যাহাদিগকে কিতাব প্রদান করা হইয়াছে (তবুও কুফরের পথই বাছিয়া নিয়াছে) হে যথার্থ উপাস্য।”
আলী বলেনঃ আমি মুহাম্মাদ ইবন বিশরের সূত্রে উহা শুনিয়াছি। তিনি উহার সনদও বর্ণনা করিয়া থাকেন। আমি তাহা বর্ণনা করি না।
حَدَّثَنَا عَلِيٌّ قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ أَيْمَنَ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ بْنُ رِفَاعَةَ الزُّرَقِيُّ، عَنْ أَبِيهِ قَالَ: لَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ وَانْكَفَأَ الْمُشْرِكُونَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَوُوا حَتَّى أُثْنِيَ عَلَى رَبِّي عَزَّ وَجَلَّ» ، فَصَارُوا خَلْفَهُ صُفُوفًا، فَقَالَ: «اللَّهُمَّ لَكَ الْحَمْدُ كُلُّهُ، اللَّهُمَّ لَا قَابِضَ لِمَا بَسَطْتَ، وَلَا مُقَرِّبَ لِمَا بَاعَدْتَ، وَلَا مُبَاعِدَ لِمَا قَرَّبْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ. اللَّهُمَّ ابْسُطْ عَلَيْنَا مِنْ بَرَكَاتِكَ وَرَحْمَتِكَ وَفَضْلِكَ وَرِزْقِكَ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ النَّعِيمَ الْمُقِيمَ الَّذِي لَا يَحُولُ وَلَا يَزُولُ. اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ النَّعِيمَ يَوْمَ الْعَيْلَةِ، وَالْأَمْنَ يَوْمَ الْحَرْبِ، اللَّهُمَّ عَائِذًا بِكَ مِنْ سُوءِ مَا أَعْطَيْتَنَا، وَشَرِّ مَا مَنَعْتَ مِنَّا. اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا الْإِيمَانَ وَزَيِّنْهُ فِي قُلُوبِنَا، وَكَرِّهْ إِلَيْنَا الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ، وَاجْعَلْنَا مِنَ الرَّاشِدِينَ. اللَّهُمَّ تَوَفَّنَا مُسْلِمِينَ، وَأَحْيِنَا مُسْلِمِينَ، وَأَلْحِقْنَا بِالصَّالِحِينَ، غَيْرَ خَزَايَا وَلَا مَفْتُونِينَ. اللَّهُمَّ قَاتِلِ الْكَفَرَةَ الَّذِينَ يَصُدُّونَ عَنْ سَبِيلِكَ، وَيُكَذِّبُونَ رُسُلَكَ، وَاجْعَلْ عَلَيْهِمْ رِجْزَكَ وَعَذَابَكَ. اللَّهُمَّ قَاتِلِ الْكَفَرَةَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ، إِلَهَ الْحَقِّ» قَالَ عَلِيٌّ: وَسَمِعْتُهُ مِنْ مُحَمَّدِ بْنِ بِشْرٍ، وَأَسْنَدَهُ وَلَا أَجِيءُ بِهِ
