আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৬৯৮
২৯১- মহানবী (ﷺ)-এর দুআসমূহ।
৬৯৮। আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) পায়খানা থেকে বের হবার সময় বলতেনঃ غُفْرَانَكَ “হে আল্লাহ! তোমার নিকট ক্ষমা চাই”।
حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ ، قَالَ : حَدَّثَنَا إِسْرَائِيلُ ، عَنْ يُوسُفَ بْنِ أَبِي بُرْدَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ : " كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَرَجَ مِنَ الْخَلاءِ ، قَالَ : غُفْرَانَكَ

হাদীসের ব্যাখ্যা:

বাথরুম থেকে বের হওয়ার দু‘আ কোন হাদীসে শুধু غُفْرَانَكَ বর্ণিত হয়েছে। আবার কোন হাদীসে الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنِّي الأَذَى وَعَافَانِي বর্ণিত হয়েছে। উভয় হাদীসের উপর একত্রে আমল করতে দুআটি এভাবে পড়তে হয় -غُفْرَانَكَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنِّي الأَذَى وَعَافَانِي আর এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৩৪৫)
tahqiqতাহকীক:তাহকীক চলমান