আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৬৯৬
২৯১- মহানবী (ﷺ)-এর দুআসমূহ।
৬৯৬, হযরত আবু আইয়ুব আনসারী (রাযিঃ) বলেন, একদা এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর দরবারে বললো, الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ “সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য যে প্রশংসা পবিত্রতা ও বরকত পূর্ণ।” তখন নবী করীম (ﷺ) বলিয়া উঠিলেন এই শব্দগুলি কে উচ্চারণ করিল ? সে ব্যক্তি তখন চুপ হইয়া গেল এবং ভাবিল যে, নবী করীম (ﷺ)-এর সম্মুখে হয়তো এমন কোন কথা মুখ দিয়া বাহির হইয়া গিয়া থাকিবে যাহা তাঁহার মনঃপুত হয় নাই। তখন তিনি পুনরায় বলিলেনঃ কে সেই ব্যক্তি সে তো তাল বৈ কিছু বলে নাই, তখন ঐ ব্যক্তি আরয করিল : আমিই সেই ব্যক্তি, মঙ্গলের আশায়ই আমি এই শব্দগুলি উচ্চারণ করিয়াছি। তখন তিনি ফরমাইলেন : যাঁহার হাতে আমার প্রাণ সেই পবিত্র সত্তার কসম! আমি তেরজন ফিরিশতাকে এই শব্দগুলি নিয়া কাড়াকাড়ি করিতে দেখিতে পাইয়াছি যাঁহারা প্রতিযোগিতা করিতেছিলেন, কে কাহার আগে উহা উঠাইয়া আল্লাহর দরবারে পৌছাইবেন।
حَدَّثَنَا مُسَدَّدٌ وَخَلِيفَةُ ، قَالا : حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ ، قَالَ : حَدَّثَنَا الْجُرَيْرِيُّ ، عَنْ أَبِي الْوَرْدِ ، عَنْ أَبِي مُحَمَّدٍ الْحَضْرَمِيِّ ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ ، قَالَ : " قَالَ رَجُلٌ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ صَاحِبُ الْكَلِمَةِ ؟ فَسَكَتَ ، وَرَأَى أَنَّهُ هَجَمَ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى شَيْءٍ كَرِهَهُ ، فَقَالَ : مَنْ هُوَ ؟ فَلَمْ يَقُلْ إِلا صَوَابًا ، فَقَالَ رَجُلٌ : أَنَا ، أَرْجُو بِهَا الْخَيْرَ ، فَقَالَ : وَالَّذِي نَفْسِي بِيَدِهِ ، رَأَيْتُ ثَلاثَةَ عَشَرَ مَلَكًا يَبْتَدِرُونَ أَيُّهُمْ يَرْفَعُهَا إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৬৯৬ | মুসলিম বাংলা