আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৬৫৬
২৮৩- দীর্ঘায়ুর জন্য দু'আ করা
৬৫৬. হযরত উম্মু কায়স (রাযিঃ) বলেন : নবী করীম (ﷺ) বলেন : যাহা সে বলিয়াছে তদ্রূপ তাহার হায়াত দরাজ হউক। রাবী বলেন : তাহার মত এত দীর্ঘায়ু আর কোন নারীরই ভাগ্যে জুটে নাই।
بَابُ مَنْ دَعَا بِطُولِ الْعُمُرِ
حَدَّثَنَا قُتَيْبَةُ ، قَالَ : حَدَّثَنَا اللَّيْثُ ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ، عَنْ أَبِي الْحَسَنِ مَوْلَى أُمِّ قَيْسِ ابْنَةِ مِحْصَنٍ ، عَنْ أُمِّ قَيْسٍ ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ لَهَا : " مَا قَالَتْ : طَالَ عُمْرُهَا ؟ وَلا نَعْلَمُ امْرَأَةً عُمِّرَتْ مَا عُمِّرَتْ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৬৫৬ | মুসলিম বাংলা