আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৬৪৪
২৮০- নবী (ﷺ)-এর প্রতি দরূদ
৬৪৪. হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেন যে মুসলমানের নিকট সাদাকা করার মত কিছু নাই সে যেন দু'আ করার সময় বলে: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ ، عَبْدِكَ وَرَسُولِكَ ، وَصَلِّ عَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ، وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ “হে আল্লাহ্! তুমি তোমার বান্দা ও রাসূল মুহাম্মাদের প্রতি রহম কর এবং পুরুষ-নারী সকল মু'মিন ও মুসলিমের প্রতি রহম কর। কেননা, উহাই তাহার যাকাত স্বরূপ।১
بَابُ الصَّلَاةِ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ ، قَالَ : حَدَّثَنِي ابْنُ وَهْبٍ ، قَالَ : أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ ، عَنْ دَرَّاجٍ ، أَنَّ أَبَا الْهَيْثَمَ حَدَّثَهُ ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " أَيُّمَا رَجُلٌ مُسْلِمٌ لَمْ يَكُنْ عِنْدَهُ صَدَقَةٌ ، فَلْيَقُلْ فِي دُعَائِهِ : اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ ، عَبْدِكَ وَرَسُولِكَ ، وَصَلِّ عَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ، وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ ، فَإِنَّهَا لَهُ زَكَاةٌ
হাদীসের ব্যাখ্যা:
১. এখানে নবী করীম (সা) ও মু'মিন মুসলমান নরনারীর প্রতি সালাত বর্ষণের দু'আ শিক্ষা দেওয়া হইয়াছে। নবী করীম (সা)-এর প্রতি সালাত মানে দরূদ এবং মুমিনদের প্রতি সালাত আল্লাহর রহমত বা আশীর্বাদ অর্থে ব্যবহৃত হইয়া থাকে।
