আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৬৪১
২৭৯. অনুচ্ছেদ…
৬৪১. অতঃপর এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর খিদমতে হাযির হইয়া প্রশ্ন করিল—ইয়া রাসূলাল্লাহ্! কোন্ দু'আ সর্বোত্তম? বলিলেনঃ তুমি আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের ক্ষমা প্রার্থনা করিবে। যদি তুমি দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা প্রাপ্ত হও তবে ইহা হইবে তোমার জন্য সাফল্য। এভাবে সে ব্যক্তি পরবর্তী দুই আসিয়া একই বিষয়ে নবী (ﷺ) -কে জিজ্ঞাসা করিল। তিনি একই উত্তর দিলেন।
فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ ، فَقَالَ : " يَا رَسُولَ اللَّهِ ، أَيُّ الدُّعَاءِ أَفْضَلُ ؟ قَالَ : سَلِ اللَّهَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ ، ثُمَّ أَتَاهُ الْغَدَ فَقَالَ : يَا نَبِيَّ اللَّهِ ، أَيُّ الدُّعَاءِ أَفْضَلُ ؟ قَالَ : سَلِ اللَّهَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ ، فَإِذَا أُعْطِيتَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ فَقَدْ أَفْلَحْتَ
