আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৬৩৯
২৭৯. অনুচ্ছেদ…
৬৩৯. হযরত আনাস (রাযিঃ) বলেন, একদা জনৈকা মহিলা নবী করীম (ﷺ)-এর খেদমতে নিজ অভাবের কথা ব্যক্ত করিল। তিনি বলিলেন, আমি কি তোমাকে উহার চাইতে উত্তম বস্তু শিক্ষা দিব না? শয়ন করিবার সময় তুমি ৩৩ বার লা-ইলাহা ইল্লাল্লাহ, ৩৩ বার সুবহানাল্লাহ্ এবং ৩৪ বার আল-হামদুলিল্লাহ্ বলিবে। এই ১০০ বার দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম।
بَابٌ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ ، قَالَ : حَدَّثَنَا سَلَمَةُ ، قَالَ : سَمِعْتُ أَنَسًا ، يَقُولُ : " أَتَتِ امْرَأَةٌ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَشْكُو إِلَيْهِ الْحَاجَةَ ، أَوْ بَعْضَ الْحَاجَةِ ، فَقَالَ : أَلا أَدُلُّكَ عَلَى خَيْرٍ مِنْ ذَلِكَ ؟ تُهَلِّلِينَ اللَّهَ ثَلاثِينَ عِنْدَ مَنَامِكِ ، وَتُسَبِّحِينَ ثَلاثًا وَثَلاثِينَ ، وَتَحْمَدِينَ أَرْبَعًا وَثَلاثِينَ ، فَتِلْكَ مِائَةٌ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৬৩৯ | মুসলিম বাংলা