আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৬৩০
২৭৮- অনুপস্থিতিতে ভাইয়ের জন্য দু'আ
৬৩০. হযরত আব্দুল্লাহ্ ইবন আমর (রাযিঃ) বলেন, এক ব্যক্তি বলিল, اللَّهُمَّ اغْفِرْ لِي وَلِمُحَمَّدٍ وَحْدَنَا “প্রভু, কেবল আমাকে ও মুহাম্মাদ (ﷺ)-কে ক্ষমা কর।” এতদশ্রবণে নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ তুমি অনেক লোককেই উহা হইতে বঞ্চিত করিলে ? (অর্থাৎ এমনটি দু'আ করা উচিত নহে।)
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ وَشِهَابٌ قَالا : حَدَّثَنَا حَمَّادٌ ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ، قَالَ : قَالَ رَجُلٌ : " اللَّهُمَّ اغْفِرْ لِي وَلِمُحَمَّدٍ وَحْدَنَا ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لَقَدْ حَجَبْتَهَا عَنْ نَاسٍ كَثِيرٍ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৬৩০ | মুসলিম বাংলা