আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৬০৭
২৭১- লজ্জাশীলতা।
৬০৭. হযরত আয়েশা (রাযিঃ) বলেন, একদা নবী করীম (ﷺ) আমার ঘরে শায়িত ছিলেন। তাঁহার উরু অথবা পায়ের হাঁটুদ্বয় অনাবৃত ছিল। এমন সময় হযরত আবু বকর (রাযিঃ) আসিয়া তাঁহার খেদমতে হাযির হওয়ার অনুমতি প্রার্থনা করিলেন। তিনি তাঁহার প্রয়োজনীয় কথাবার্তা বলিয়া প্রস্থান করিলেন। অতঃপর উমর (রাযিঃ) আসিয়া ভিতরে আসার অনুমতি প্রার্থনা করিলেন। তিনি উক্ত অবস্থায়ই তাঁহাকেও ভিতরে আসার অনুমতি প্রদান করিলেন। তিনিও তাঁহার আলাপ-আলোচনা সারিয়া প্রস্থান করিলেন। অতঃপর হযরত উসমান (রাযিঃ) আসিয়া অনুমতি প্রার্থনা করিলেন। তখন নবী করীম (ﷺ) উঠিয়া বসিলেন এবং আপন পরিধেয় বস্ত্র একটু টানিয়া অনাবৃত স্থান আবৃত করিয়া লইলেন। (এই হাদীসের এক পর্যায়ের রাবী মুহাম্মাদ বলেন, আমি বলিতেছি না যে, সবই একই দিনের ঘটনা। (অতঃপর হযরত উসমান (রাযিঃ) আসিয়া গৃহ মধ্যে প্রবেশ করিলেন এবং প্রয়োজনীয় আলাপ-আলোচনা সারিয়া তিনিও যখন প্রস্থান করিলেন) হযরত আয়েশা বলেন, তখন আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আবু বকর (রাযিঃ) আসিলেন, আপনি একটু নড়িয়া-চড়িয়া বসিলেন না বা তেমন পরওয়া করিলেন না। অতঃপর উমর (রাযিঃ) আসিলেন, তখনও আপনি একটু নড়িয়া-চড়িয়া বসিলেন না বা তেমন পরওয়া করিলেন না, অতঃপর যখন উসমান (রাযিঃ) আসিলেন তখন আপনি বসিয়া গেলেন এবং কাপড় ঠিকঠাক করিলেন (ব্যাপার কি)! তখন তিনি ফরমাইলেন, আমি কি এমন ব্যক্তির জন্য লজ্জা ও সংকোচবোধ করিব না, যাহার ব্যাপারে স্বয়ং ফিরিশতাগণ লজ্জাবোধ (সমীহ) করেন?
حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ قَالَ: حَدَّثَنِي إِسْمَاعِيلُ قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَبِي حَرْمَلَةَ، عَنْ عَطَاءٍ وَسُلَيْمَانَ ابْنَيْ يَسَارٍ، وَأَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ قَالَتْ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم مُضْطَجِعًا فِي بَيْتِي، كَاشِفًا عَنْ فَخِذِهِ أَوْ سَاقَيْهِ، فَاسْتَأْذَنَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَأَذِنَ لَهُ كَذَلِكَ، فَتَحَدَّثَ. ثُمَّ اسْتَأْذَنَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَأَذِنَ لَهُ كَذَلِكَ، ثُمَّ تَحَدَّثَ. ثُمَّ اسْتَأْذَنَ عُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَجَلَسَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَسَوَّى ثِيَابَهُ، قَالَ مُحَمَّدٌ: وَلاَ أَقُولُ فِي يَوْمٍ وَاحِدٍ، فَدَخَلَ فَتَحَدَّثَ، فَلَمَّا خَرَجَ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، دَخَلَ أَبُو بَكْرٍ فَلَمْ تَهَشَّ وَلَمْ تُبَالِهِ، ثُمَّ دَخَلَ عُمَرُ فَلَمْ تَهَشَّ وَلَمْ تُبَالِهِ، ثُمَّ دَخَلَ عُثْمَانُ فَجَلَسْتَ وَسَوَّيْتَ ثِيَابَكَ؟ قَالَ: أَلاَ أَسْتَحِي مِنْ رَجُلٍ تَسْتَحِي مِنْهُ الْمَلاَئِكَةُ؟.
